টেকনাফে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১০:২১:০০,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১৯ বার পঠিত
টেকনাফের নয়াপাড়া মোছনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাঁচ টাংকির মোড় নামক স্থানে দুর্বৃত্তরা তাকে গুলি করে।
নিহত যুবকের নাম মো. জুবায়ের (২৫)। তিনি মোঃ আমিনের ছেলে।
নিহতের ভাই ইউসুফ জালাল বলেন, ‘সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়ে শুনি আমার ভাইকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
স্থানীয়রা জানান, উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসল্লী বিনতে ফয়েজী বলেন, সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় এক রোহিঙ্গা যুবক গুলিতে নিহতের খবর পেয়েছি। রহস্য উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।