কালবেলার সাংবাদিককে ট্রাইব্যুনালে তলব
প্রকাশিত হয়েছে : ৮:২০:২১,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২৫ | সংবাদটি ১২ বার পঠিত

সংবাদ প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘অসত্য’ তথ্য দেওয়ার অভিযোগে দৈনিক কালবেলার এক প্রতিবেদককে কারণ দর্শাতে বলেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
কালবেলার প্রতিবেদক আলী ইব্রাহিমকে আগামী ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “দৈনিক কালবেলা পত্রিকায় আজকে প্রথম পাতায় ৭৫ জনের সম্পদ বিবরণী ট্রাইব্যুনাল থেকে চাওয়া হয়েছে মর্মে করে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সে বিষয়ে ট্রাইব্যুনালের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
“ট্রাইব্যুনাল বলেছে, ‘আমরা তো এ ধরনের কোনো আদেশ দিইনি। উনি কীভাবে এ রিপোর্টটা করলেন?’”
‘সুবিধাভোগী ৭৫ ভিআইপির সম্পদ বিবরণী তলব’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, জুলাই-অগাস্ট গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধের আসামি ৭৫ ‘ভিআইপির’ স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণী তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
‘সংশ্লিষ্ট সূত্রে’ এসব তথ্য জানতে পারার কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে।