প্রেমিককে ছেড়ে দিতে বলাই ভাড়াটে খুনি দিয়ে মাকে খুন!
প্রকাশিত হয়েছে : ২:৩৪:১৯,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩১২ বার পঠিত
ভাড়াটে খুনি দিয়ে মাকে খুন ১৪ বছরের কিশোরীর, প্রেমিককে ছেড়ে দিতে বলাই কি কাল হল! পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ের নাম আনাস্তাশিয়া মিলোস্কায়া। বয়স ৩৮ বছর। একটি আবর্জনা ফেলার জায়গা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
প্রেমিককে ছেড়ে দিতে বলেছিলেন মা। রাগে ভাড়াটি খুনিদের নিয়োগ করে মাকেই খুনের অভিযোগ। অভিযু্ক্ত ১৪ বছরের কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা রাশিয়ার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আনাস্তাশিয়া মিলোস্কায়া। বয়স ৩৮ বছর। একটি আবর্জনা ফেলার জায়গা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্লাস্টিকে মুড়ে তাঁর দেহ ফেলে দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গলা টিপে পিটিয়ে খুন করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আনাস্তাশিয়ার মেয়ে এবং তার ১৫ বছরের প্রেমিক এ সবের নেপথ্যে রয়েছে। মহিলাকে খুনের জন্য ৩,৬৫০ পাউন্ড দিয়েছিল তার মেয়ে এবং ওই কিশোর। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৭২ হাজার টাকা।