শিরোপার দৌড়ে আরও পেছাল রিয়াল মাদ্রিদ
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:৪৪,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৫ বার পঠিত
কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদকে ভিয়ারিয়ালের বিপক্ষে দেখা গেল অচেনা রূপে। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর মোমেন্টাম ধরে রাখতে পারেনি করিম বেনজেমারা। দুই দফা এগিয়ে গিয়েও ৩-২ গোলের ব্যবধানে হারতে হয়েছে তাদের।
লা লিগায় বার্সেলোনার চেয়ে বেশ পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে আরও পিছিয়ে গেল তারা।
ম্যাচের ১৫ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের পাও তোরেসের গায়ে বল লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। ম্যাচের ৩৯ মিনিটে সমতা ফেরান স্যামুয়েল চাকউয়েজ।
ম্যাচের দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। সহজ সুযোগ পেয়ে ভিনিসিয়াস জুনিয়র লিগ মৌসুমে তার ৯ম গোল আদায় করেন।
ম্যাচের ৭০ মিনিটে আবার এগিয়ে যায় ভিয়ারিয়াল। মাদ্রিদের ডিফেন্স বল ক্লিয়ার করতে না পারলে সুযোগ কাজে লাগান হোসে লুইস মোরালেস নোগালেস। তার গোল যদিও অফসাইডের শঙ্কায় পড়ে। তবে ভিএআরে সিদ্ধান্ত আসে গোলের।
ম্যাচের ৮০ মিনিটে চাকউয়েজ দ্বিতীয় গোল আদায় করে স্তব্ধ করে দেন রিয়াল মাদ্রিদকে। বক্সের প্রান্ত থেকে গোল আদায় করে জয় নিশ্চিত করেন তিনি।
লিগে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।