ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল বকেয়া পরিশোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং শ্রমিকের ধর্মঘটের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।
শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সভাপতি মুখলেসুর রহমান।
সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্র এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জল রায়, চা শ্রমিক ফেডারেশনের সভাপতি বিরেন সিং, সাংগঠনিক সম্পাদক রাজন ঘোষ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একদিকে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে শ্রমিক-মেহনতি মানুষ তীব্র দুর্ভোগে দিনযাপন করছে, অন্যদিকে বৃদ্ধি করা হচ্ছে না তাদের বেতন বা মজুরি। অথচ বহুদিন থেকেই দাবি উঠছে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণের। পূর্বের তুলনায় কয়েক গুণ বেশি খাটিয়ে নেওয়া, এমনকি ছুটি না দিয়ে ছুটির দিনেও জোরপূর্বক শ্রমে বাধ্য করা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারীদের জীবনে প্রাত্যহিক ঘটনা। ঈদের আগে অনেক শ্রমিককেই অমানুষিকভাবে দিন-রাত সমান করে শ্রম করানো হয়। কিন্তু তাদের বেতন-বোনাস ঠিক সময়ে দেওয়া হয় না।
নেতৃবৃন্দ অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ইদের আগে বেতন-বোনাসসহ শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ এবং অত্যাবশ্যকীয় পরিষেবা খাতে ধর্মঘট নিষিদ্ধের নামে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার হরণের অপতৎপরতা বন্ধের আহ্বান জানান।