ঈদে ফেসবুক পোস্টে যা লিখলেন চঞ্চল
প্রকাশিত হয়েছে : ৩:২৫:২২,অপরাহ্ন ২২ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৬ বার পঠিত
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তার সকল অনুরাগীকে জানালেন ঈদের শুভেচ্ছা। তা-ও একটু অন্য ভাবে। নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে চঞ্চল লেখেন, “যে কোনও ব্যাপারে কেউ কোনও প্রশংসা করলে তাকে অন্তত ধন্যবাদটা দিতে হয়। এটা ভদ্রতা। অনেকে প্রশংসা পাওয়াটাকে তাদের পৈতৃক সম্পত্তি বলে মনে করেন। এই শিক্ষাটা অনেক বিখ্যাত ব্যক্তিদেরও নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সবাইকে ঈদ মুবারক। আসুন সবাই মানবিক ও ভদ্র হই।”
নিজের ছবি দিয়ে এই ভাবে ঈদের শুভেচ্ছা জানানোর পর প্রচুর মানুষ মন্তব্য করেছেন। তবে অনেকের প্রশ্ন, কার উদ্দেশে এমনটা লিখলেন চঞ্চল। কিন্তু বরাবরই কোনও ঝামেলা, বিতর্কে জড়াতে নারাজ অভিনেতা। তাই সত্যিই কারও উদ্দেশে এমনটা লিখলেন, না কি এ তার সাধারণ উপলব্ধি, তাই নিয়েও চলছে চর্চা। সেই প্রশ্ন থেকেই যায়। তবে চঞ্চলের এই ভাবনার পাশে তার ভক্তরা। কেউ লিখেছেন, “একেই বলে সত্যিকারের সভ্যতা। খুব ভাল বলেছেন।” কেউ লিখেছেন, “কথাগুলো অনবদ্য ভাইয়া।”