সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
প্রকাশিত হয়েছে : ৩:২৯:০৪,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৫ বার পঠিত
আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করতে সিলেটে এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৬ এপ্রিল) রাত ৮ টা ৫ মিনিটে ইউএস বাংলার একটি বিমানে করে সিলেট ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরে আসেন মিরাজ-মুশফিকরা। পরে বাসে করে হোটেলে যান তার। প্রধান কোচসহ সকল ফরম্যাটের কোচরা দলের সাথে অবস্থান করছেন।আজ বৃহস্পতিবার থেকে সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করবে টাইগাররা।
আগামী পহেলা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে সিলেটের মাটিতে তিন দিনের ক্যাম্প করবে টাইগারা। মূলত ইংল্যান্ডের উইকেটের সঙ্গে সিলেটের উইকেটের মিল থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।
গতকাল বুধবার নির্বাচক প্যানেলের সাথে দীর্ঘ মিটিং শেষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাথুরু।
এ সময় তিনি বলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সাথে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাবো।’
সিলেটের মাঠ প্রসঙ্গে হাথুরু আরও বলেন, ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়।’