কম্বোডিয়ায় নাইটক্লাবের আগুনে নিহত ৬
প্রকাশিত হয়েছে : ৪:৩১:৩৮,অপরাহ্ন ০২ জুলাই ২০২৩ | সংবাদটি ১১৭ বার পঠিত
কম্বোডিয়ার রাজধানী নমপেনে একটি নাইটক্লাবে আগুন লেগে ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় লাগা এই আগুনে চার জন পুরুষ ও দুই নারী নিহত হয়েছে বলে জানিয়েছেন নমপেন মিউনিসিপাল পুলিশের মুখপাত্র স্যান সক সেইহা।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিসকর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সক সেইহা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ওই নাইটক্লাবটিকে আরও কেউ রয়েছে কি না তা এখনই আমরা বলতে পারছি না। তিনি জানান পুলিশ এখনও পুড়ে যাওয়া নাইটক্লাবটিতে ঢুকতে পারছে না।
এর আগে গত বছর ডিসেম্বরে থাই-কম্বোডিয়া সীমান্তের একটি ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন মারা গিয়েছিল। কর্তৃপক্ষ পরে জানায়, পইপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলের ওই আগুন লেগেছিল বৈদ্যুতিক ত্রুটির কারণে।