সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় নাইজারের আকাশপথ বন্ধ
প্রকাশিত হয়েছে : ৮:০৪:০১,অপরাহ্ন ০৭ আগস্ট ২০২৩ | সংবাদটি ২৩২ বার পঠিত

আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকার (ইকোওয়াস) সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাইজারের আকাশসীমা বন্ধ করে দিয়েছে সামরিক অভ্যুত্থানের নেতারা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার ২৪’-এ দেখাচ্ছে বর্তমানে নাইজারের আকাশে কোনো বিমান নেই।
এ বিষয়ে নাইজারের সামরিক জান্তার একজন মুখপাত্র বলেছেন, নাইজারের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে প্রস্তুত। ইকোওয়াস নামক জোট যে কোনও সময় নাইজার আক্রমণ করতে পারে, তাই বিশেষ সতর্কতা হিসেবে দেশটির আকাশপথ বন্ধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর গ্রুপ ইকোওয়াস এর আগে নাইজারকে সতর্ক করেছিল, রবিবার এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে পুনর্বহাল না করা হলে তারা শক্তি প্রয়োগ করতে পারে। বাজুমকে ২৬ জুলাই আটক করা হয় এবং রাষ্ট্রপতির গার্ডের কমান্ডার জেনারেল আবদুর রাহমানে তচিয়ানি পরে নিজেকে নতুন নেতা হিসেবে ঘোষণা করেন।
ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ নাইজারের এই সামরিক অধিগ্রহণের বিষয়ে নিন্দা জানিয়েছে। নাইজারের জান্তার প্রতিনিধি বলেছেন, তাদের কাছে তথ্য রয়েছে একটি বিদেশি শক্তি নাইজারে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এই হামলার ভয়ে নাইজারের আকাশপথ বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, নাইজারে ক্ষমতা দখলের পর রোববার মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতায় পুনর্স্থাপন করতে আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকা (ইকোওয়াস) হুমকি দিয়েছিল। নয়ত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে জানানো হয়।
এর আগে গত ২৬ জুলাই কোনো রক্তপাত ছাড়াই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনীর একাংশ। তবে তাদের এ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি ইকোয়াস। জোটটি গত সপ্তাহে হুমকি দেয়। আর এই সামরিক অভিযানের আশঙ্কা থেকে রাশিয়ার কুখ্যাত ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের সহায়তা চেয়েছে নাইজারের অভ্যুত্থান নেতা জেনারেল সালিফু মুডি।