গাজায় নিহত ছাড়াল ১৩ হাজার, চলছে বোমাবর্ষণ
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:২৪,অপরাহ্ন ২০ নভেম্বর ২০২৩ | সংবাদটি ৫২ বার পঠিত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে আজ সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৭ হাজারের বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। তাদের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়।
এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০জন। আহত তিন হাজারের বেশি। সেইসঙ্গে ২৪০ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এরপর থেকেই গাজায় হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েল।
অধিকৃত পশ্চিম জেরুজালেমে বাব আস-সিসিলিয়ায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাব আস-সিসিলিয়া আল-আকসা মসজিদের একটি প্রধান প্রবেশপথ। খবর আল জাজিরার।
গতকাল রোববার ইসরায়েলি বাহিনী আল-আকসা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, মসল্লিদের মসজিদ প্রবেশে বাঁধা দিয়েছে। ৫০ বছরের নিচে কোনো ফিলিস্তিনিকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইহুদি নববর্ষ রোশ হাশানাতে ইসরায়েলি বসতিদের পথ সেখানে সুগম করে দিতে এ পদক্ষেপ।
প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষ উদযাপনে শত শত ইসরায়েলি সেনাদের সুরক্ষায় মরক্কো গেট দিয়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। সেইসময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি ও অনুপ্রবেশের বিরুদ্ধে আপত্তি জানাতে ভোরের নামাজের পরে অনেক মুসল্লি সেখানে জড়ো হয়েছিল।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ডব্লিউএএফএ বলেছে, ইসরায়েলি বাহিনী তিনজন ফিলিস্তিনি মুসল্লিতেকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং পিটিয়েছে। যার মধ্যে একজন বয়স্ক নারী ও পুরুষ আছে।
এ ছাড়া আল-আকসা প্রাঙ্গণে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের অজ্ঞাত জায়গায় পাঠানো হয়েছে।