উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১১:৫২:২৪,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৩৬ বার পঠিত
![উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১](https://aajkalcanada.com/files/uploads/2023/12/camp-20231119232018-e1703901600535.jpg)
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে দিল মোহাম্মদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়া ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিহতের এই ঘটনা ঘটে।
নিহত দিল মোহাম্মদ জামতলী ক্যাম্পের ই ব্লকের আবুল হাশিমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন জানান, ১০/১২ জনের একটি দল জামতলী ক্যাম্পের ই ব্লকের রাস্তার মাথায় দিল মোহাম্মদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর আশপাশের রোহিঙ্গারা গুলিবিদ্ধ দিল মোহাম্মদকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই জামতলী ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকান্ড সংঘটিত করেছে।