যুদ্ধ আরও অনেকমাস চলবে
প্রকাশিত হয়েছে : ২:২৯:২৫,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ২৯ বার পঠিত
দুই মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ আরও দীর্ঘ হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়াও গাজা ও মিশরের মধ্যবর্তী অঞ্চলটি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা উচিত বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নেতানিয়াহু বলেন, যুদ্ধ এখন চরমাবস্থায় রয়েছে। আমরা সব দিক থেকেই লড়াই করছি। তবে এই যুদ্ধে বিজয় অর্জন করতে আরও বেশি সময় লাগবে। সেনাবাহিনী প্রধান যেমনটা বলেছেন, যুদ্ধ আরও অনেক মাস চলতে পারে।
তিনি বলেন, ফিলাডেলফি করিডোর অর্থাৎ গাজার দক্ষিণের স্টপেজ পয়েন্ট অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। এই করিডোর বন্ধ করে দিতে হবে। এটা ছাড়া হামাসকে নিরস্ত্রীকরণের আর কোনো উপায় নেই।
গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত প্রায় ২২ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি। এছাড়া এখনো ধ্বংসস্তুপের নীচে চাপাপড়ে আছেন সাত হাজারেরও বেশি ফিলিস্তিনি।
যদিও ইসরাইল বারবার বলে আসছে, তারা ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করতে চায়। আর গত ৭ অক্টোবরের ক্রস-বর্ডার হত্যা ও অপহরণের যেন আর পুনরাবৃত্তি না হয়; তা রোধে তারা হামাসকে নিরস্ত্রীকরণ ও ধ্বংস করতে চায়।