বাংলাদেশিদের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের ইচ্ছার পরিবর্তন হয়নি
প্রকাশিত হয়েছে : ১১:৪২:০৬,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ৬৯ বার পঠিত
অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের সক্ষমতাসহ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি। গত বুধবার হোয়াইট হাউজে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বের ওপরও জোর দেন।
বাংলাদেশের সংসদ নির্বাচনকে ‘একতরফা’ বর্ণনা করে এক সাংবাদিক জানান, বাংলাদেশে বিরোধীদের ওপর দমন-পীড়ন বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দিয়েছে। দ্য গার্ডিয়ান ও ওয়াল স্ট্রিট জার্নালের পৃথক দুটি শিরোনামের উদ্ধৃতি দেন তিনি। ওই সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার কথা আপনি বলেছিলেন। নির্বাচনের আগে আপনারা ভিসা নিষেধাজ্ঞার নীতি ঘোষণা করেছিলেন। গণতন্ত্র প্রচারে বাইডেন প্রশাসনের সীমাবদ্ধতা নিয়ে সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?
এর জবাবে জন কিরবি বলেন, ‘আমরা স্পষ্টতই এখনো সারা বিশ্বে কার্যকর, সক্রিয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হওয়াসহ বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের পক্ষে আমাদের অবস্থানে কিছুই পরিবর্তন হয়নি।’
আরেক প্রশ্নে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের পর সৃষ্ট বর্তমান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অবগত কিনা জানতে চাইলে জন কিরবি জানান, প্রশ্নটি তিনি গ্রহণ করেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো উত্তর দেবেন না।




