চারজনকে হত্যার পর জার্মান সেনা সদস্যের আত্মসমর্পণ
প্রকাশিত হয়েছে : ৮:২৮:৪০,অপরাহ্ন ০২ মার্চ ২০২৪ | সংবাদটি ১৫০ বার পঠিত
জার্মানির উত্তরাঞ্চলীয় রাজ্য লোয়ার স্যাক্সনিতে দেশটির সেনাবাহিনী বুন্ডেসভেয়ারের এক সেনাসদস্য চার বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার পর আত্মসমর্পণ করেছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও সরকারি কৌঁসুলিরা।
রোটেনবুর্গ পুলিশ ও ফের্ডেনে কৌঁসুলির কার্যালয় থেকে ইস্যু করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে দুটি স্থান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে এক শিশুর মরদেহও রয়েছে।
বিবৃতি অনুযায়ী, দুটি আবাসিক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। এর মধ্যে একটি ঘটেছে ভেস্টারফেসেডেতে, অন্যটি বোথেলে।
কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, বর্তমান সন্দেহভাজন বুন্ডেসভেয়ার সেনা অপরাধ ঘটানোর কিছুক্ষণ পরই আত্মসমর্পণ করেন এবং পুলিশ কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত চলছে এবং এই হত্যাকণ্ডের উদ্দেশ্য নিশ্চিত হতে পারেনি পুলিশ এবং প্রসিকিউটররা।




