নির্বাচিত হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার কমলার
প্রকাশিত হয়েছে : ৬:৫১:২৪,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০২৪ | সংবাদটি ৭ বার পঠিত
নর্থ ক্যারোলিনার শার্লট শহরে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে ‘অস্থিতিশীল এবং ক্ষমতার অপব্যবহারের ঝোঁক থাকা একজন’ হিসেবে উল্লেখ করেছেন। হ্যারিস বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার ‘শত্রু তালিকা’র ওপরই মনোযোগ দেবেন। তিনি ভিন্নমত পোষণকারীদের শত্রু মনে করেন। এর বিপরীতে হ্যারিস বলেন, ‘আমি এমন এক নেতৃত্বের অনুসারী, যেখানে বিরোধীদেরও মত প্রকাশের সুযোগ দেওয়া হবে। এটাই প্রকৃত নেতৃত্ব।’
প্রেসিডেন্ট নির্বাচিত হলে হ্যারিস একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন, যার মধ্যে রয়েছে ১০ কোটিরও বেশি আমেরিকানের জন্য কর কমানো, খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আইন প্রণয়ন এবং সবার জন্য আবাসনের ব্যবস্থা করা। হ্যারিস বলেন, ‘আমার প্রধান অগ্রাধিকার হচ্ছে জীবনযাত্রার খরচ কমানো।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রসঙ্গে হ্যারিস বলেন, আমরা সবাই চাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হোক এবং বন্দিরা ঘরে ফিরে আসুক। তিনি প্রতিশ্রুতি দেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এই বিষয়গুলোতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
নারী অধিকার নিয়েও হ্যারিস তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, এই নির্বাচন মূলত স্বাধীনতার জন্য সংগ্রাম, যাতে নারীরা তাদের শরীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এই নির্বাচনে আপনারাই পার্থক্য গড়ে দেবেন।
আগামী ৫ নভেম্বর মার্কিন ভোটাররা তাদের প্রেসিডেন্ট নির্বাচন করবেন। ডেমোক্র্যাট দলীয় ভাইস-প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং রিপালিকান দলীয় ডোনাল্ড ট্রাম্পের মধ্যে থেকে যেকোনও একজনকে বেছে নেবেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বজুড়েই মানুষের আগ্রহ রয়েছে। কারণ বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের কর্মকাণ্ডের প্রভাব পড়ে বিশ্বজুড়ে।