হাজার হাজার ইসরায়েলি সেনা মিলেও দখল করতে পারেনি লেবাননের একটি গ্রাম
প্রকাশিত হয়েছে : ৭:৪০:২৮,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১১ বার পঠিত
লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের এক মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই ইসরায়েলের। উল্টো ৯৫ জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে লেবাননে। গেল মাসের শুরুতে লেবাননের দক্ষিণাঞ্চলে সীমিত পরিসরে এই অভিযান শুরু করেছিল ইসরায়েল।
হিব্রু ভাষার পত্রিকা ইয়েদিয়থ আহরোনোথের বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দক্ষিণ লেবাননে এখনও পর্যন্ত একটি গ্রামও দখল করতে পারেনি ইসরায়েলি বাহিনী। অথচ সেখানে ৫০ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে সাম্প্রতিকতম ইসরায়েলি এই অভিযানে ৫টি ডিভিশন মোতায়েন করা হয়েছে। ২০০৬ সালের তুলনায় এই সংখ্যা তিনগুণ। তবুও ব্যর্থ ইসরায়েল। এখনও লেবাননে উল্লেখযোগ্য কোনো অঞ্চল দখলে নিতে পারেনি তারা।
বিশ্লেষকদের মতে, প্রতিরোধ যোদ্ধাদের কৌশলের কাছেই মার খাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে কয়েক ধাপের প্রতিরক্ষা এবং সাঁজোয়া যানের ওপর প্রতিরোধ যোদ্ধাদের নিখুঁত হামলায় ইসরায়েলি বাহিনী দিশাহারা।
প্রতিরোধ যোদ্ধাদের দাবি, তারা এরই মধ্যে ইসরায়েলের ৪২টি মেরকাভা ট্যাংক, ৪টি বুলডোজার, দুটি হুমার, একটি সাঁজোয়া যান এবং একটি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে। এছাড়া ৯৫ জনের বেশি ইসরায়েলি সেনা নিহত এবং ৯০০ আহত বলেও দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা।