সৌদিতে ভারি বৃষ্টি ও বজ্রপাত, শিলায় ঢাকা পড়েছে মরুভূমি
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:৪৮,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২৪ | সংবাদটি ১২ বার পঠিত
সৌদি আরবে ব্যাপক বৃষ্টি ও ও বজ্রপাত হয়েছে। এর ফলে শিলায় ঢেকে গেছে মরুভূমি। আজও দেশটিতে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
রোববার (০৩ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের প্রধান ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। আরও দেশটিতে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এ ছাড়া রাপাঞ অঞ্চলেও এর প্রভাব দেখা গেছে। সৌদি আরবের আবহওয়া বিভাগ জাহান, আসির, আল বাহা, মক্কা মদিনাসহ উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জানি করা হয়েছে। এ ছাড়া রিয়াদ, কাশেম, পূর্ব প্রদেশ, তাবুক এবং আল জাফে এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল জউফে অতিরিক্ত শীলা বৃষ্টি হয়েছে। এর ফলে মরুভূমি শিলায় ঢাকা পড়েছে। শুক্রবার থেকে এলাকাটিতে শিলাবৃষ্টি শুরু হয়েছে।