ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১০:২৮:২৪,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২৪ | সংবাদটি ২ বার পঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু (৫২) গ্রেপ্তার হয়েছেন। রোববার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের হরিসভা মহল্লা এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মানু ফরিদপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের সময় শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলার শিকার হন শিক্ষার্থীরা। এ ঘটনায় আহত হন ফরিদপুর সদরের মাহমুদপুর এলাকার বাসিন্দা মুজাহিদুল ইসলামের মেয়ে হেলথ কেয়ার ট্রেনিং সেন্টারে অধ্যায়নরত মুমতাহীনা ইসলাম (১৯)।
এ ঘটনায় মুজাহিদুল ইসলাম (৪৬) বাদী হয়ে গত ১০ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ৭৪ নম্বর আসামি মাইনুদ্দিন আহমেদ।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাইনুদ্দিনকে শহরের টেপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । বিকেলে আদালতের মাধ্যমে তাকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে আনা হবে।