ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ
প্রকাশিত হয়েছে : ৩:০৭:৫২,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৫ | সংবাদটি ৩ বার পঠিত

ঈদ শেষ হলেও আমেজ যেন কাটেনি। আবেগে প্রিয় মানুষগুলোর সঙ্গে কিছুটা সময় কাটাতে কমলাপুর রেলস্টেশনের কমিউটার ট্রেনের কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে।
বুধবার (২ এপ্রিল) কমলাপুর রেলস্টেশনের সকালে গিয়ে দেখা যায়, কাউন্টার তখনও খোলেনি। তারপরও ফিরতে হবে বাড়িতে, তাই দুই-তিন ঘণ্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন সবাই।
ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ত্যাগ করা মানুষের সংখ্যা বেশি। ঢাকায় যারা ঢুকছেন, তাদের অনেকেই গ্রামে রেখে এসেছেন পরিবার। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে, শুক্র ও শনিবার ফিরতি ট্রেনগুলোতে যাত্রীচাপ সর্বোচ্চ হবে।
কমলাপুর স্টেশনের ভেতরের চিত্রও প্রায় একই। ফিরতি যাত্রীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি। স্টেশন কর্তৃপক্ষ বলছেন, শুক্র ও শনিবার ফিরতি যাত্রীর চাপ সর্বোচ্চ হবে বলে ধারণা তাদের।
অনেক শিশুকে ঈদের খুশি কিছুটা ‘ত্যাগ’ করে বাবা-মায়ের কাজের চাপে ছুটি শেষ হওয়ার আগেই ফিরতে হচ্ছে রাজধানীতে। তাড়াতাড়ি ফেরা নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও, এবারের ঈদ যাত্রা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন বেশিরভাগ মানুষই।
এ ঈদে মোট ১২০টি আন্তঃনগর ও পাঁচ জোড়া বিশেষ ট্রেন দিয়ে যাত্রীসেবা দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।