বিশ্বকাপে আরও একবার চুমু মেসির, লাজুক কন্ঠে যা বললেন
প্রকাশিত হয়েছে : ৩:৪৬:১১,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৫ | সংবাদটি ৪ বার পঠিত

মঞ্চে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি, পরনে অ্যাডিডাসের নীল ট্র্যাকস্যুট সেট। মুখে মৃদু হাসি, সেদিকে তাকিয়ে আছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যিনি মেসির হাতে তুলে দিচ্ছেন বিশ্বকাপ ট্রফিটি। এত বড় ফুটবল তারকা, যাঁর নাম শুনলেই ফুটবলভক্তরা স্তম্ভিত, সেই মেসি কি না এতটা ছোট, এত মূল্যবান ট্রফির সামনে একেবারে শিশুর মতো রুদ্ধ হয়ে গেলেন! কীভাবেই না তিনি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন—এটাই তো বিশ্বকাপ ফুটবল ট্রফি, যা প্রায় তিন বছর আগে কাতারে জয়ী হয়েছিল আর্জেন্টিনা।
ট্রফিটি এতটাই আকর্ষণীয় যে পৃথিবীর যেকোনো ফুটবল তারকাই এর সামনে নিজেদের দুর্বল, পাখির মতো বোধ করেন। মেসি সেই অনুভূতি থেকে বাদ যাবেন কেন? মঞ্চে ট্রফিটি বাম হাতে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছেন, যেন কোনো ছোট্ট শিশু কোলে তুলে নিয়েছেন। ইনফান্তিনো তাঁকে ট্রফিতে চুমু খেতে বললে, মেসি তখন ডান হাত দিয়ে ট্রফির উপরের অংশে নরম হাতে স্পর্শ করে চুমু খান। চারপাশে করতালির স্রোত আর ইনফান্তিনোর মুখে হাসি। এই দৃশ্যই ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারে লুসাইল স্টেডিয়ামে দেখা গিয়েছিল, যা এখন ফিরে এসেছে লস অ্যাঞ্জেলসের বিএমও স্টেডিয়ামে।
ঈদে ছুটি নেই জ্যোতিদের,৩ এপ্রিল পাকিস্তানের ফ্লাইট
কিন্তু প্রশ্ন হলো, বিশ্বকাপ ট্রফি কেন হঠাৎ লস অ্যাঞ্জেলসে? এর উত্তর হলো, ২০২৬ বিশ্বকাপের প্রচারণা শুরু করতে, অ্যাডিডাসের স্পনসরে ও ফিফার আয়োজনে মেসি এবং বিশ্বকাপ ট্রফি আবার একসঙ্গে প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে মেসির ভক্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন এনএফএলের কিংবদন্তি প্যাট্রিক মাহোমেস। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে মাহোমেস লিখেছেন, ‘অ্যাডিডাসের সঙ্গে বিশ্বকাপের কিক-অফ।’
২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, এবং মেসি বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন, তাই লস অ্যাঞ্জেলসে তাঁর উপস্থিতি বেশ সহজ। ট্রফিটি বাম হাতে আঁকড়ে ধরে মেসি বলেছেন, “এটা খুবই বিশেষ, খুবই সুন্দর।” এদিকে, অনুষ্ঠানে মেসির সঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তিরা, যেমন আলেসান্দ্রো দেল পিয়েরো ও ইয়ুর্গেন ক্লিন্সম্যান। সঞ্চালক মজার ছলে প্রশ্ন করেন, আমেরিকান ফুটবল কঠিন, নাকি ফুটবল? উত্তরে মাহোমেস বলেন, “আমাকে অতটা দৌড়াতে হয় না, এটা ভালো দিক,” মেসি তখন মুচকি হাসলেন।
এখনও ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে চলছে গুঞ্জন। শেষ সিদ্ধান্তটি মেসি নিজেই নেবেন। তবে, ভক্তরা আশা করছেন, ২০২৬ বিশ্বকাপে তাকে আবার মাঠে দেখতে পাবেন। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ দল হিসেবে আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত সময়ের ৩-৩ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় দিয়ে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
বর্তমানে মেসি ও তার ইন্টার মায়ামি দল কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে। আগামীকাল, বাংলাদেশ সময় সকালে, লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ইন্টার মায়ামি, যেখানে মেসি আবারও তার খেলা দেখাতে প্রস্তুত।