নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
প্রকাশিত হয়েছে : ৭:১৯:২১,অপরাহ্ন ১৪ মে ২০২৫ | সংবাদটি ৯ বার পঠিত

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এদিকে অবরোধের ফলে মোড়টিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
এর আগে আজ সকাল ১০টা দুপুর ১টা নাগাদ শিক্ষার্থীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে বের হন তারা। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেন। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে যায়। বর্তমানে শাহবাগ মোড়ে অবস্থান করছেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, এইচএসসি পাস করে নার্সিংয়ে পড়তে আসি আমরা। ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্সও করি। তারপরও ডিগ্রির মান দেয়া হচ্ছে না আমাদের। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। আমরা চাই, এটিকে ডিগ্রি সমমান করা হোক।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। পুলিশ তাদের সেদিকে যেতে বাধা দিয়েছিল। কাজ হয়নি। আমরা চেষ্টা করছি, শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দিতে।