বাংলাভিশন আসছে নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১২,অপরাহ্ন ২০ নভেম্বর ২০২৫ | সংবাদটি ৮ বার পঠিত
নতুন নাটক “তোমাকে পাওয়ার জন্য”–এর শুটিং সম্প্রতি শেষ হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। এটি নির্মিত হয়েছে বাংলাভিশন টেলিভিশন ও ইউটিউবের জন্য।
নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও নবাগত সাদনিমা। পাশাপাশি রয়েছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ আরও অনেকে।
পারিবারিক সিচুয়েশনাল কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে একগুচ্ছ মজার টানাপোড়েন। পাত্রীর বাবার কাছে পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্র— এমনই ব্যতিক্রমী কনসেপ্টকে কেন্দ্র করেই গল্পটির অগ্রগতি।
নাটকটি নিয়ে অভিনেতা খায়রুল বাসার বলেন, “আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে আনন্দ পায়, সেই চেষ্টা থেকেই কাজটি করা। আশা করছি আমার অন্য সব কাজের মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে।”
গল্পের আরেক চরিত্রে অভিনয় করা সাদনিমা বলেন, “আমরা আমাদের মতো করে সবাই চেষ্টা করেছি কাজটাকে সুন্দরভাবে করার। আমার চরিত্রটি মজার, আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।”
নির্মাতা মারুফ হোসেন সজীব জানান, দর্শকদের জন্য হালকা মেজাজের অথচ বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে। এর আগেও তাঁর নির্মিত “আমি এখানেই থাকবো” নাটকটি বাংলাভিশন ইউটিউব চ্যানেলে দারুণভাবে আলোচিত হয়েছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আবারও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।
শিগগিরই বাংলাভিশন ও ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।




