এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে লড়বে বাংলাদেশ–পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৫৮,অপরাহ্ন ২২ নভেম্বর ২০২৫ | সংবাদটি ১২ বার পঠিত
সুপার ওভারে ভারতকে হারিয়ে আগেই এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। আকবর আলী ও রিপন মন্ডলদের অপেক্ষা ছিল প্রতিপক্ষ কে হবে—আজ সেই প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে পাকিস্তান ‘এ’।
দলের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেন গাজী ঘোরি। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে প্রমোদ মাদুশান ২৯ রানে ৪ উইকেট এবং ত্রাভিন ম্যাথু ২২ রানে ৪ উইকেট শিকার করেন।
রান তাড়া করতে নেমে ঝড়ো সূচনা পায় শ্রীলঙ্কা ‘এ’। মাত্র ১.২ ওভারে ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও ভিষেন হালামবাগে তোলেন ২৯ রান। ৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রুসপুল্লে আউট হলে ভাঙে জুটি।
হালামবাগে ছোট ছোট জুটি গড়ে ইনিংসটিকে ধরে রাখার চেষ্টা করলেও ৯৯ রানে ৮ উইকেট পড়ে গেলে শ্রীলঙ্কা হারানোর পথে এগোতে থাকে।
নবম উইকেটে মিলান রত্নানায়াকে ও ম্যাথু ৪৭ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। রত্নানায়াকে ৩২ বলে ৪০ রান করে আউট হন ৩ বল বাকি থাকতে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৮ রানে থামে শ্রীলঙ্কা ‘এ’-এর ইনিংস।
পাকিস্তানের পক্ষে সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান (২৯ বলে ২৯) করেন হালামবাগে।
ফাইনালে বাংলাদেশ–পাকিস্তান
টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলাদেশ ‘এ’ দল ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’-এর। দুই দলের লড়াই ঘিরে তরুণ খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তুঙ্গে।




