বিশ্বকাপের ড্র আজ : কখন, কোথায় হবে জেনে নিন
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:২৩,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০২৫ | সংবাদটি ১ বার পঠিত
আজ রাতেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। যেখানে দলগুলো জানতে পারবে, তাদের গ্রুপে সঙ্গী হবে কোন দলগুলো। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত, মিডিয়া এবং খেলোয়াড়রা অপেক্ষায় রয়েছে এই ড্র অনুষ্ঠান দেখার।
কোন প্রতিপক্ষ, কোন গ্রুপ— এবং কে কার সঙ্গে খেলবে তার সবই জানা যাবে আজ। যেসব দেশ এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে, তাদের জন্য এ এক রোমাঞ্চকর অপেক্ষা। আবার যেসব ফুটবলপ্রেমী এরই মধ্যে বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার জন্য টিকিট কিনে ফেলেছেন, তারাও জানতে পারবেন কোন মাঠে কোন খেলা দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য তাদের হবে।
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে এবার। গ্রুপ সংখ্যাও ৮ থেকে পরিণত হয়েছে ১২টিতে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি জায়গা করে নেবে শেষ ৩২ রাউন্ডে। তৃতীয় হওয়া সেরা আট দলেরও শেষ ৩২ রাউন্ডে খেলার সুযোগ থাকবে। সেখান থেকে ধাপে ধাপে হবে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।
স্পেন ও আর্জেন্টিনা থাকবে ড্রয়ের দুই ভিন্ন অর্ধে। একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডও থাকবে আলাদা অর্ধে। তারা গ্রুপের প্রথম হলে সেমিফাইনাল ছাড়া আর কোথাও মুখোমুখি হতে পারবে না।
কখন, কোথায়
শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। শনিবার (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে।




