উনষাটে অষ্টম সন্তানের জনক হলেন বরিস জনসন
প্রকাশিত হয়েছে : ১১:১৩:১৪,অপরাহ্ন ১১ জুলাই ২০২৩ | সংবাদটি ১২৭ বার পঠিত
৫৯ বছর বয়সে অষ্টম সন্তানের বাবা হয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার তার বর্তমান স্ত্রী ক্যারি সিমন্ডস বিষয়টি নিশ্চিত করেছেন। এটি ক্যারির ঘরে বরিসের তৃতীয় সন্তান।
ক্যারি ৫ জুলাই এই সন্তানের জন্ম দিয়েছেন।
ক্যারি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আলফ্রেড ওডিসাস জনসন তোমাকে পৃথিবীতে স্বাগতম।’ সাথে তিনি সন্তান কোলে নিয়ে একটি ছবিও পোস্টের সাথে জুড়ে দিয়েছেন।
ক্যারি আরো জানিয়েছেন, গ্রিক পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রাণিত হয়েই তাদের সন্তানের নাম রাখা হয়েছে। ২০২০ সালে জন্ম নেয় ক্যারি ও বরিসের প্রথম সন্তান। ২০২১ সালে আবার কন্যার মা হন ক্যারি।
অন্য বান্ধবীদের ঘরে জনসনের আরো পাঁচ সন্তান রয়েছে।




