স্কলাস্টিকায় মঞ্চস্থ হচ্ছে সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’
প্রকাশিত হয়েছে : ৭:১১:৩২,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০২৫ | সংবাদটি ১৪ বার পঠিত
স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র অবলম্বনে নির্মিত নাটক ‘হীরক রাজার দেশে’। আর্ট, ড্রামা, মিউজিক ও ডান্স ক্লাবের যৌথ আয়োজনে মঞ্চস্থ হবে এই নাটকটি ৬ ও ৭ নভেম্বর এসটিএম হলে।
নাটকটি পরিচালনা করেছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন, সহ-পরিচালনায় রয়েছেন শাহীন সাইদুর। এবারের প্রযোজনার মাধ্যমে স্কলাস্টিকার এসটিএম হল উদযাপন করছে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি। প্রযোজনাটি উৎসর্গ করা হয়েছে স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত মিসেস ইয়াসমিন সামাদ-এর প্রতি, যাঁর স্বপ্ন ও নিষ্ঠা আজকের স্কলাস্টিকার ভিত্তি স্থাপন করেছে।
৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় এবং ৭ নভেম্বর বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রথম দিনের প্রদর্শনীতে অতিথি হিসেবে থাকবেন BRAC University Drama Club ও Film Club-এর সদস্যরা। দ্বিতীয় দিনের প্রদর্শনীতে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত, দিলারা জামান ও আফজাল হোসেন।
মঞ্চ, সংগীত, পোশাক ও আলোকসজ্জার সমন্বয়ে সাজানো হয়েছে এক অনন্য নাট্য অভিজ্ঞতা। সংগীত পরিচালনায় আছেন গাজী মুন্নাফ, পলাশ নাথ লোচন ও ইলিয়াস খান। পোশাক ও সেট ডিজাইনে রয়েছেন মাহজাবিন মাহবুব, কাজী নওরীন মিশা ও আয়েশা সিদ্দিকা।
স্কুলের অধ্যক্ষ মিস ফারাহ সাফিয়া আহমেদ এবং Head of Academics মিস সাবিনা মোস্তাফা তাঁদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন। স্কলাস্টিকা বিশ্বাস করে—শিল্প, সাহিত্য ও নাট্যচর্চা শিক্ষার্থীদের মানবিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। ‘হীরক রাজার দেশে’ প্রযোজনার মাধ্যমে শিক্ষার্থীরা দলগত কাজ, আত্মবিশ্বাস ও কল্পনাশক্তির এক অসাধারণ অভিজ্ঞতা অর্জন করবে।
নাটকের কাহিনী শুরু হয় গুপি-বাঘার অলস জীবনের একঘেয়েমি থেকে, যখন তারা রওনা হয় হীরক রাজ্যের উদ্দেশে। রাজ্যে গিয়ে আবিষ্কার করে লোভী ও স্বেচ্ছাচারী হীরক রাজাকে, যিনি মগজধোলাই যন্ত্রের মাধ্যমে প্রজাদের নিয়ন্ত্রণ করেন। অবশেষে উদয়ন পণ্ডিত, গুপি-বাঘা ও জনগণ একত্র হয়ে অত্যাচারী রাজার পতন ঘটায়, প্রতিষ্ঠিত হয় ন্যায় ও স্বাধীনতা।




