সিলেট জেলা বিএনপি নেতা পাপলুর পদ স্থগিত, দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ
প্রকাশিত হয়েছে : ৪:০৯:৫৫,অপরাহ্ন ৩১ মার্চ ২০২৩ | সংবাদটি ৬০ বার পঠিত
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলা বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (৩) সিদ্দিকুর রহমান পাপলুর পদ স্থগিত করেছে জাতীয় নির্বাহী কমিটি।
পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহষ্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকারও নির্দেশনা দেয়া হয়েছে।