‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শুভ-কৌশিক
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:৩৯,অপরাহ্ন ৩১ মার্চ ২০২৩ | সংবাদটি ৪৯ বার পঠিত
দিনাজপুর ও নীলফামারী জেলা হতে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (ডিএনএসএ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ সাহা ও সাধারণ সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সুজয় কুমার রায় কৌশিক মনোনীত হয়েছেন।
শুক্রবার বিকালে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাতুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল রায়, মানস রায়, সাংগঠনিক সম্পাদক বন্ধন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসান রাকিব, দিপু রাম, সৌরভ শর্মা, আশিকুর রহমান আশিক, কোষাধ্যক্ষ জুলফিকার আলম, উপ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান লিখন, আসাদুজ্জামান আশিক, অফিস সম্পাদক নাহিদ হাসান, উপ- অফিস সম্পাদক আবু শোয়েব তাকি, মুহতাসিম ইশরাক, প্রচার সম্পাদক রাফিন চৌধুরী, উপ-প্রচার সম্পাদক রিদওয়ান ইসলাম রিয়াদ, মো: মইনুল ইসলাম, আইটি সম্পাদক মো: সেলিম, উপ-আইটি সম্পাদক সৌরভ কুমার, ক্রীড়া সম্পাদক অমিত রায়, উপ-ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ আবির, মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক খাদিজা আক্তার সাম্মী, উপ-সাংস্কৃতিক সম্পাদক শতাব্দী রায়, অপূর্বা রায়, মো: মনির হোসেন, নারী বিষয়ক সম্পাদক জিন্নাতি সিদ্দিকা, উপ- নারী বিষয়ক সম্পাদক জানকি রায়, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া, মো: শামীম, মো:হাবিবুর রহমান, টগর পাল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি এর ৩১৮ নম্বর কক্ষে সংগঠনটির ইফতার মাহফিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, সংগঠনটির সাবেক সভাপতি মো: রাশেদ বাবু ও সাবেক সাধারণ সম্পাদক মো: সিয়ামুল ইসলাম সিয়াম প্রমুখ।