ওয়ার্ডবাসীর সেবক হতে চান আলম খান মুক্তি
প্রকাশিত হয়েছে : ৩:২১:২১,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৭৭ বার পঠিত
আর কয়দিন পর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করতে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। তিনি ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে চলছেন। যেখানেই যাচ্ছেন সারাও পাচ্ছেন বেশ। সৎ ও পরিচ্ছন্ন এই নেতাকে কাছে পেয়ে ভোটাররাও বেশ উৎফল্ল। অনেকেই আশ্বাস দিচ্ছেন ভোট দেওয়ার।
আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে আলম খান মুক্তি বিডি সিলেটকে বলেন, ৪নং ওয়ার্ডবাসীর বিপদ-আপদে, সুখে-দুঃখে আমি সব সময় পাশে থাকার চেষ্টা করি । এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই। এলাকাবাসীর প্রতি আমার সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে যার ফলে আমি প্রতিনিয়তই ছোট-বড় সহ এলাকার সকল বয়সী মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। সকলের দোয়া ও সমর্থনে কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডকে আধুনিক রুপে রূপান্তরিত করে ওয়ার্ডবাসীর সেবক হয়ে বেঁচে থাকতে চাই।
উল্লেখ্য, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচিত কোনো করপোরেশনের প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরা হয়। আর ভোটগ্রহণ করতে হয় সময় শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছর ৭ নভেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২৩ সালের ৬ মে। আর ভোটগ্রহণ করতে হবে ওই বছর ৫ নভেম্বরের মধ্যে।