আর্জেন্টিনার আরেকটি বড় জয় – Sylhet Voice
প্রকাশিত হয়েছে : ২:৩০:০৩,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৬ বার পঠিত
স্বর্ণযুগ চলছে আর্জেন্টিনা ফুটবলে। সর্বশেষ কোপা আমেরিকার আসর থেকে কাতার বিশ্বকাপ দিয়ে দেশটি অনন্য কীর্তি গড়ার ষোলকলা পূর্ণ করেছে। মরুর বুকে ঝড় তুলে সোনালী ট্রফি ছিনিয়ে আনার পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ফিফার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকেও ছিটকে দিয়েছে তারা। এবার তারা নেমেছিল অনুর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ম্যাচে। সেখানে তারা পেরুকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে আলবিলেসেলেস্তারা মুখোমুখি হয় পেরুর। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখানো আকাশি-সাদা জার্সিধারীরা প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি।
অনুর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর এটি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনা জিতেছে চারটি শিরোপা।
চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে হারিয়েছিল ৪-২ গোলে। এরপর তারা দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে পরাজিত করে। জুনিয়র আর্জেন্টাইনদের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। বড় জয় দিয়ে শুরু করার পর তৃতীয় ম্যাচেও তারা দাপট ধরে রেখেছে।
এদিন ম্যাচের ১৭ মিনিটে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ক্লাউদিও ইচেভেরির গোলে এগিয়ে যায় লিওনেল মেসির উত্তরসূরীরা। এরপর ২২ মিনিটে ব্যবধান বাড়ান অগাস্টিন ফ্যাবিয়ান রুবার্তো। আর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোল করেন ক্লাউদিও ইচেভেরি।
প্রথম হাফে এই তিন গোলের ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয় হাফে অবশ্য কোনো গোল পায়নি আর্জেন্টিনা। একইসঙ্গে পেরুও গোল করতে ব্যর্থ হয়। ফলে ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে জুনিয়র আলবিসেলেস্তারা।