সিলেটে সিটি করপোরেশনে নৌকার লড়াইয়ে ৮ জন
প্রকাশিত হয়েছে : ২:০৪:০৬,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪১ বার পঠিত
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নৌকা মার্কার জন্য লড়াই শুরু হয়েছে। এ নিয়ে সিলেট ও লন্ডনের নেতাকর্মীদের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। সিলেটের রাজনীতিকরা সিটি করপোরেশন নির্বাচনেও ‘লন্ডনের প্রার্থীর’ কর্তৃত্ব মানতে চান না। এ কারণে একজোট হয়ে মাঠে নামেন সিলেটের নেতারাও। ইতিমধ্যে দলীয় ফোরামে সিলেট আওয়ামী লীগের ৮ প্রার্থী লড়াই জমিয়ে তুলেছেন। তবে সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য প্রচারণায় নামা যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী নাছোরবান্দা। গত ২২শে জানুয়ারি থেকে মাঠে সক্রিয় তিনি। এক দিনের জন্য ছাড়েননি মাঠ। এখন দলীয় ফোরামে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী ২১শে জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আলোচনা হচ্ছে সিলেটে। লন্ডনে গিয়ে তিনি প্রবাসী নেতাদের কাছে সিটি করপোরেশন নির্বাচনে সহযোগিতা চেয়েছেন। সিটি নির্বাচনে আবেগের নাম হচ্ছে ডা. আরমান আহমদ শিপলু। সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বড় ছেলে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিপলু পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার ঘোষণা দিয়ে মাঠে রয়েছে। পিতার সূত্রধরে ভোটে মাঠে শক্তিশালী অবস্থানে রয়েছে শিপলু। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানিয়েছেন- ‘যে প্রার্থী দিয়ে জয় সম্ভব হবে আমরা সে ধরনের যোগ্য প্রার্থী চাই। যার সঙ্গে সিলেটের রাজনৈতিক পরম্পরা রয়েছে; সে ধরনের প্রার্থীও চাই।’ তিনি বলেন- ‘প্রার্থীরা দলীয় প্ল্যাটফরমে মনোনয়ন সংগ্রহ করবেন। এরপর জমা দিবেন। মনোনয়নপত্র চূড়ান্ত করার আগে যদি আমাদের মতামত চাওয়া হয়, আমরা আমাদের মতামত দেবো। তবে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। এই সিদ্বান্ত মেনেই আমাদের মাঠে কাজ করতে হবে।