শান্তিগঞ্জে বিএনপির ইফতার ও অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১:০২:৪৪,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৭১ বার পঠিত
বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার পাগলা বাজারের এলাহী সুপার মার্কেটের সামনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাছুম আহমদ ও শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিকের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, বিএনপি নেতা জিয়াউদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রঞ্জিত সুত্রধর, যুগ্ম-আহ্বায়ক জিলানি মিয়া।
বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, ইউপি সদস্য মাহবুবুর রহমান, যুবদলের সদস্য শহিদুল ইসলাম, সাদিকুর রহমান ছালিক, ছাত্রদলের আহ্বায়ক জসিম বক্স, যুবদল নেতা সাব্বির আহমদ,পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়া, ছাত্রদল নেতা বেলাল আহমদ, আবু তাহের ইমন, তারেক জাহিদুর মিয়া পাপ্পু আহমেদ।
এসময় বিএনপি নেতা আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফরমান উদ্দিন, জেলা যুবদলের সদস্য তুরন খাঁন, ছাত্রদল নেতা খালেদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদসহ কয়েকশ নেতাকর্মী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এতে উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আউয়াল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন।