সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১:০২:৫৪,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫১ বার পঠিত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল পয়েন্ট ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন একজন। গুরুত্বর আহত রয়েছেন আরও ২ জন। শনিবার (৮ এপ্রিল) রাত ৮টা দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহত তাহেরা বেগম (৯৫) বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন, দুদুমিয়া (৬০), মাহদিয়া (১৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার সাতমাইল পয়েন্টে দ্রুত গতির একটা ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
তাহেরা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর মারাত্মক আহত অবস্থায় দুদু মিয়া ও কিশোরী মাহদিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তিনি বলেন, পেছন দিক থেকে দ্রুতগতির একটা ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। ট্রাকটি আটক সম্ভব হয়নি।