সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ৩:১২:০২,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৩ বার পঠিত
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত দু্জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট থেকে ছাতক যাওয়ার পথে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের আমিনুল ইসলাম টিটু ও তার শাশুরী।
এতথ্য নিশ্চিত করেছেন নিহতের ভাই লিটন মিয়া
নিহতের পরিবার জানায়, আমিনুল ইসলাম টিটু তার ছেলে মেয়ে, স্ত্রী ও শ্বাশুরীকে নিয়ে সিলেট থেকে সিএনজি দিয়ে ছাতকের উদ্দেশ্য রওনা হন। যাওয়ার পথে(সিলেটের অংশে)ঢাকা গামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে টিটু ও তার শাশুড়ী মারাজান। গুরুত্ব আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।