জৈন্তাপুরে বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:৪৬:৪৯,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৯ বার পঠিত
![IMG 20230416 WA0000 - BD Sylhet News](https://aajkalcanada.com/files/uploads/2023/04/IMG-20230416-WA0000-600x337.jpg)
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানা পুলিশ।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাাহ আল মামুন এর সার্বিক দিক নির্দেশনায় জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ এপ্রিল) সকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জৈন্তাপুর থানাধীন ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্গত দরবস্ত বাজার এলেকায় অভিযান পরিচালনা করিয়া ২১ বোতল বিদেশী মদ উদ্ধার করেন।
উক্ত অভিযানে শাহপরান থানার লাখাডঙ্গি গ্রামের জুয়েল মেয়ার ছেলে সোহাগ আহমদ(২০) এবং একই থানার আল মদিনা গ্রামের মৃত রফিকুল ইসলাম রাহাত আহমদ (১৯) কে বিদেশীমদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বনিক।