ছাতকে শ্বশুরকে কুপিয়ে হত্যা, জামাতা আটক
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:২৯,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫৩ বার পঠিত
সুনামগঞ্জের ছাতকে জামাতার দায়ের কোপে খুন হয়েছেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ বাজার এলাকায়।
শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে শ্বশুর মকবুল আলীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
জামাতা সেলিম উদ্দিন পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। তার গ্রামের বাড়ি একই ইউনিয়নের সাউদপুরে। তিনি থাকেন ধারণ বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা শ্বশুর মকবুল আলীকে বাসায় খবর দিয়ে আনেন সেলিম উদ্দিন। রাতে বাসায় শ্বশুরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম উদ্দিন দা দিয়ে কুপিয়ে মকবুল আলীকে হত্যা করেন।
মকবুল আলীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
এলাকার লোকজন সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ হতাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।