কবর জিয়ারতরত অবস্থায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মাদরাসার অধ্যক্ষ তাজুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:৩৪,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৫ বার পঠিত
জগন্নাথপুরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ (৫০ ) গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া কাজী বাড়ির হাজি সিকন্দর আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার দারুল কেরাতের হাদিয়ার টাকার হিসাবকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল ৪ টায় মাদরাসায় অধ্যক্ষ কাজী তাজুল ইসলাম আলফাজ ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই এর মধ্যে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়।
এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবর জিয়ারত করা অবস্থায় চিলাউড়া গোলাপাড়া পুন্জি গ্রামের ছাতির উল্ল্যার ছেলে শাহিদুর রহমান খলিলের নেতৃত্বে লেবু মিয়া, আওয়াল মিয়া, আলী আকবর, মাওলানা আব্দুল হাই, নাছিম আহমদ সহ একদল দেশীয় অস্ত্র সস্রে সজ্জিত হয়ে অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। আহত তাজুল ইসলাম আলফাজের শোর-চিৎকারে বাজারের ব্যবসায়ী সহ এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার পর পর চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ অধ্যক্ষ তাজুল ইসলামকে দেখতে জগন্নাথপুর হাসপাতালে ছুটে যান এবং তার শারিরীক খোজ খবর নেন।