সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৫৭,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৩ বার পঠিত
সিলেটের বালাগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে ১ কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় টায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে বালাগঞ্জ থানাধীন ৩ নং দেওয়ান বাজার ইউনিয়নের অন্তর্গত মোহাম্মদপুরে আনছার মিয়া (৬৫) তাহার বসত বাড়ির উত্তর পাশে তাহাদের ধানী জমিতে ধান কাটতে যান। পরবর্তীতে সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় তাৎক্ষণিক বজ্রপাত ভিকটিম আনছার মিয়ার উপর পড়িলে তাহার মুখের দাঁড়ি সহ বুক, পেটের পশম পুড়ে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান। সাথে সাথে তাহার পরিবারের লোকজন ভিকটিম আনছার মিয়াকে অজ্ঞান অবস্থায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলিয়া ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালাগঞ্জ থানার অফিসার-ফোর্স মৃতের সুরতহাল প্রস্তুত করেন। উক্ত বিষয়ে বালাগঞ্জ থানার অপমৃত্যু মামলা নং-০৭।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলার সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক।