যে কারণে তামিমদের অনুশীলন ক্যাম্প সিলেটে
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:০৬,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৫১ বার পঠিত
আগামীকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ দলের তিনদিনের অনুশীলন ক্যাম্প। এজন্য আজ বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় তামিম ইকবালরা চলে আসবেন সিলেটে। ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যই মূলত এই ক্যাম্প।
সিলেটকে কেন ক্যাম্পের জন্য বেছে নেওয়া হয়েছে, আজ সেই ব্যাখ্যা দিলেন বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
রাজধানীর মিরপুরে সাংবাদিকদের হাথুরুসিংহে বলেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সঙ্গে সেখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাবো।’
আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হাথুরুর ভাবনায় শুধু আয়ারল্যান্ড সিরিজ নয়, সব দিক থেকেই নিজেদের উন্নতির জন্য ফল দেবে অনুশীলন ক্যাম্প।
বাংলাদেশ কোচ বললেন, ‘শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সব দিকে উন্নতির জন্য। আমরা প্রতিপক্ষ ও ফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতি খুঁজছি, সেটা যেখানেই খেলি না কেন।’
হাথুরু যোগ করেন, ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়।’