নবীগঞ্জ থানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:৩৭,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৪৭ বার পঠিত
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের কৃষক ফখরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তি বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মঙ্গলবার( ২৫ এপ্রিল) দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের মৃত ছায়েদ মিয়ার পুত্র।
জানা যায়, মঙ্গলবার দুপুরে গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৃষকের মৃত্যু হয়। স্থানীয় ও পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে অবগত করেন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আবু বক্কর ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশের পরামর্শক্রমে ফখরুলের পরিবারের লোকজন ময়নাতদন্ত বিহীন লাশ দাফনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক নুসরাত জাহান আবেদন পর্যালোচনা করে বিনা ময়না তদন্তেই লাশ দাফনের অনুমতি প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আবু বক্কর।