লভিভে রাশিয়ার রকেট হামলা, নিহত ৩
প্রকাশিত হয়েছে : ৮:১৮:৫২,অপরাহ্ন ০৬ জুলাই ২০২৩ | সংবাদটি ২০ বার পঠিত

পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের একটি আবাসিক ভবনে রাশিয়া রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মেয়র আন্দ্রিয়ে সাদোভি।
তিনি বলেছেন, এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
গুরুতর একজনসহ মোট নয়জন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়েছেন।
আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, শহরের একটি আবাসিক ভবনে রকেট আঘাত করেছে। এর বেশি তিনি কিছুই জানাননি।
এদিকে ইউক্রেনের এ দাবির বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।
সামাজিক মাধ্যমে সাদোভি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে আঘাত হানা ভবনের ভাঙা জানালা দেখা গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষও দেখা গেছে।
একটি ছোট ভিডিও বার্তায় মেয়র বলেন, অনেক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫০টিরও বেশি।
তিনি যোগ করেন, এই হামলায় প্রায় ৫০টি গাড়িও ধ্বংস হয়েছে।
মেয়র বলেন, কিছুক্ষণ আগে ধ্বংসস্তূপ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারী দল তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
এদিকে, কোজিটস্কি বলেছেন, রাশিয়ার ‘মূল লক্ষ্য ইউক্রেনের জনগণের ধ্বংস। কিন্তু এ যুদ্ধে আমরাই জয়ী হবো’।