নিউজিল্যান্ড দলের একাংশ ক্রিকেটার ঢাকায়
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:৫৮,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৬৩ বার পঠিত

বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সফর সামনে রেখে দুই দফায় বাংলাদেশে আসবে কিউইরা। প্রথম দফায় শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড। বাকিদের রোববার দুপুরে ঢাকায় আসার কথা রয়েছে।
বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
পুরো বহর একসঙ্গে না আসায় আজ ঢাকায় অনুশীলন করবে না নিউজিল্যান্ড। হোটেলে বিশ্রামে থাকবে। ওয়ানডে সিরিজ সামনে রেখে আগামীকাল থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে সফরকারীদের।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসেছে কিউইরা। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বিশ্রামে রেখেছে। এমনকি হেড কোচ গ্যারি স্টেডকেও দিয়েছে বিশ্রাম। এই সিরিজে নিউজিল্যান্ড শিবিরে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ব্যাটার ইয়ান বেল।