সিমেন্টবাহী ট্রাকে পেট্রল ঢেলে আগুন
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:৩৩,অপরাহ্ন ২০ নভেম্বর ২০২৩ | সংবাদটি ৪৮ বার পঠিত
গাজীপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরের ভান্ডারি কালবাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ভান্ডারিয়ার ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক ধরে আনোয়ার সিমেন্টের একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। এসময় ৮-১০জন দুর্বৃত্ত ট্রাকে(ঢাকা মেট্টো-ট-২২-৫৭৬১) পেট্রোল দিয়ে আগুন দিয় পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।