গাড়ি সং ঘ র্ষে শাবির দুই শিক্ষার্থী আ হ ত
প্রকাশিত হয়েছে : ৬:৪২:১০,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৬২ বার পঠিত
নোহা গাড়ি ও মোটর সাইকেলের সংঘর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত তানভীর শাহরিয়ার ও আসিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
আহতদের মধ্যে তানভীর শাহরিয়ারের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শনিবার (২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আখালিয়া এলাকার এল সেইপ ভবনের সামনে সিলেট-সুনামগঞ্জ রোডে এ ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তানভীর ও আসিফ বিশ্ববিদ্যালয়ের গেইট দিয়ে বের হয়ে এল সেইপ ভবনের সামনে মেইন রোডের পাশে মোটর সাইকেল দাঁড় করিয়ে বসেছিলেন। এসময় আম্বরখানা থেকে আসা একটি নোহা গাড়ি তাদের মোটর সাইকেলের সামনে ধাক্কা দেয়।
এতে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন তানভীর ও আসিফ। মোটর সাইকেলের সামনে বসেছিলেন তানভীর। ফলে তিনি গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, তাৎক্ষণিকভাবে আহতদের মাউন্ড এডোরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় নোহা গাড়িকে আটক করা হলেও চালক পালিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিজানুর রহমান বলেন, আহত হওয়ার খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা হাসপাতালে গিয়েছেন। তানভীর নামের ছেলেটি মাথা, নাক ও চোখের উপরে বেশি আঘাত পেয়েছে। ডাক্তারের পরামর্শে তার অপারেশন চলছে। আসিফের হাতে ও পায়ে কিছুটা আঘাত পেলেও তার গুরুতর কোনো সমস্যা হয় নি।