জাফলংয়ে ট্রাক্টর উল্টে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:১৭:৪৭,অপরাহ্ন ২৬ মে ২০২৪ | সংবাদটি ৩০ বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে জাফলংয়ের কালিনগর বাজারের রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার কালিনগর এলাকার আব্দুস শুকুরের বাক প্রতিবন্ধী ছেলে মো. আশিক মিয়া (১৮)। সে ওই মাহিন্দ্রা গাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে উপজেলার কালিনগর বাজারের রাস্তার পাশে বালু আনলোড করার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা বাক প্রতিবন্ধী মো. আশিক গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।