এমপি সুমনকে হত্যার হুমকি, মাধবপুরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৯:০৮:১৯,অপরাহ্ন ০২ জুলাই ২০২৪ | সংবাদটি ২৭ বার পঠিত

হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রাণনাশের হুমকিদাতা ও নির্দেশ দাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে তার নির্বাচনী এলাকার জনগণ।
সোমবার (১ জুলাই) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদের গেইট সামনে ঢাকা সিলেট মহাসড়ক উপরে মানববন্ধনে সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। এগারো ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন মিছিল সহকারে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমন অনেক বছর ধরে তার ব্যক্তিগত উদ্যোগে মাধবপুর ও চুনারুঘাট উপজেলাসহ সারাদেশে মানবকল্যাণে কাজ করছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল মহলে তার সুপরিচিতি রয়েছে। এছাড়া অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার রয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাট আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র এমপি নির্বাচিত হন।
এমপি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদ ও সংসদের বাইরে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এ কারণে দেশের অনেক শীর্ষ দুর্নীতিবাজ আইনের আওতায় এসেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মুসলিম, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আলাউদ্দিন, হাবিবুল্লাহ সূচন, আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন খান, বশির মিয়া সহ প্রমুখ