মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ২ ইউপি সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮:৩০:৫৬,অপরাহ্ন ১০ জুলাই ২০২৪ | সংবাদটি ২৬ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকদের বরাদ্দের টাকা তুলতে গিয়ে চাঁদাবাজির মামলায় দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুলাই) ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে তাদের গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড সদস্য বাবুল চন্দ্র ও তার ছেলে লিটন চন্দ্র এবং ৬নম্বর ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চা শ্রমিকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুদান বরাদ্দ দেওয়া হয়।
সেই অনুদান থেকে পাঁচ হাজার টাকা তুলতে স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে টোকেন সংগ্রহ করে ব্যাংক থেকে টাকা তুলতে হয়। এক্ষেত্রে প্রতি টোকেনের জন্য মেম্বারের লোকজন জোরপূর্বক পাঁচশ টাকা আদায় করত।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ২০-২৫ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলেকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেন।