শায়েস্তাগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:০৯,অপরাহ্ন ০২ অক্টোবর ২০২৪ | সংবাদটি ১৫ বার পঠিত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শায়েস্তাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ।
মঙ্গলবার (১ অক্টোবর ) রাত ওসির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, ইভটিজিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন। এসব সমস্যার কথা শুনে তা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি দিলীপ কান্ত নাথ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা সবসময় পুলিশের পাশে থেকে পুলিশকে সহযোগিতা করবেন। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করতে চাই । তিনি সবাইকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহ্বান জানান। পরে সাংবাদিকরা সবধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।
থানার পুলিশ পরিদর্শক মো: সালাহ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান, সহসভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সাবেক সহসভাপতি মো: নওরোজুল ইসলাম চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারন সম্পাদক মুহিন শিপন, সাংবাদিক শামিম আহমেদ, হামিদুল হক বুলবুল, তোফায়েল আহমেদ মনির, অপু দাশ, কামাল আহমেদ, বাবুল আহমেদসহ আরো অনেকেই। প্রসঙ্গত: গত ২৯সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানায় যোগদান করেন । ইতি পূর্বে তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার অপারেশন ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।