মাধবপুরে ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি হামিদ আটক
প্রকাশিত হয়েছে : ৬:০৭:৪৬,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০২৪ | সংবাদটি ২৫ বার পঠিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালঞ্চপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আঃ হামিদ ( ৪৫) কে ১শ পিচ ইয়াবাসহ আটক করা হয়।জানা যায় গ্রেফতারকৃত আব্দুল হামিদ একটি মিথ্যা অপহরণ খুন ও গুমের মামলার বাদি। ওই মামলায় ২১১ ধারায় সে এক বছরের সাজা প্রাপ্ত আসামি।সে এলাকার কিশোরদের মধ্যে মাদক বিস্তারে ভূমিকা রেখে চলেছে বলে অভিযোগ রয়েছে এবং অনেক কিশোরদের দিয়ে সে খোঁচরা মাদক বিক্রি করে আসছে।
আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সোহেল রানা জানান, ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।