রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দুজন আটক
প্রকাশিত হয়েছে : ৬:০৮:১৮,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০২৪ | সংবাদটি ২৬ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়ায মামলায় শুক্রবার বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলা আ’লীগের দুই নেতাকে গ্রেফতার করে রাজনগর থানা পুলিশ।
গ্রেপ্তাকৃতরা হলেন–রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানী ও সহ-সভাপতি আজিজুর রহমান খান তছকির।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে রাজনগর সদর ইউনিয়নের কর্নিগ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের সহায়তায় মৌলভীবাজার মডেল থানা পুলিশ কর্নিগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় আওয়ামী লীগ সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানী ও সহ-সভাপতি আজিজুর রহমান খান তছকিরকে আটক করা হয়। তাৎক্ষণিক তাদের মৌলভীবাজার মডেল থানায় নেওয়া হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মোবাশ্বির গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, মৌলভীবাজার মডেল থানা পুলিশ সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা করি। আসামিদের মডেল থানায় পাঠানো হয়েছে।